1. sajeebjibon@gmail.com : gazipurnews24bd :
মাতারবাড়িতে সিপিজিসিবিএল এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা, আনসারের গুলিতে রক্ষা পেল প্রায় ১ লক্ষ টাকার ইলেকট্রিক তার। - gazipurnews24bd
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৪২|
শিরোনামঃ
টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! মহেশখালীর সাগরদ্বীপে মা ও চার বছরের শিশুর লাশ উদ্ধার, হত্যার আশঙ্কা মাতারবাড়িতে সিপিজিসিবিএল এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা, আনসারের গুলিতে রক্ষা পেল প্রায় ১ লক্ষ টাকার ইলেকট্রিক তার। ঢাকা-১৪ আসনে পরিবর্তনের অঙ্গীকার: ‘তারা’ মার্কার প্রার্থী নুরুল আমিনের একগুচ্ছ প্রতিশ্রুতি। শহীদ ওসমানী হাদীর হত্যাকারীদের বিচারের দাবীতে টঙ্গীতে মানববন্ধন। ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি দীর্ঘমেয়াদি হতে পারে: ট্রাম্প। রাজধানীতে অবৈধ আইফোন কারখানা! উত্তরা–নিকুঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ৩ টঙ্গী পশ্চিম থানা যুবদলের কমিটি ঘোষণা । রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মাতারবাড়িতে সিপিজিসিবিএল এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা, আনসারের গুলিতে রক্ষা পেল প্রায় ১ লক্ষ টাকার ইলেকট্রিক তার।

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬,
  • 53 Time View

আমির হোসেন (রিমন) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত সিপিজিসিবিএল (CPGCBL) প্রকল্প এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের হামলা ও চুরির চেষ্টা প্রতিহত করেছে আনসার বাহিনী।

১১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিপিজিসিবিএলের লে-ডাউন এরিয়া থেকে ৬–৭ জনের একটি অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী দল মূল্যবান ইলেকট্রিক তার নিয়ে বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য তাৎক্ষণিকভাবে মেইন গেটে কর্মরত ডিউটি অফিসারকে অবহিত করেন।

খবর পেয়ে ডিউটি অফিসারের নেতৃত্বে স্টাইকিং ফোর্সসহ আনসার সদস্য- এপিসি মোঃ শামীম উদ্দীন (আইডি নং ৭৯৬৪২), আনসার মোঃ জিয়াউল হক (স্মার্ট আইডি নং ৯১৬৮০) এবং আনসার মোঃ তারেক হাসান (আইডি নং ৭৯৯২১) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন।

ধাওয়ার একপর্যায়ে দুষ্কৃতিকারীরা আনসার সদস্য মোঃ জিয়াউল হক–এর ওপর আক্রমণ করলে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এক রাউন্ড সীসার কার্তুজ ফায়ার করেন। এতে দুষ্কৃতিকারীরা লুণ্ঠনকৃত ইলেকট্রিক তার ঘটনাস্থলেই ফেলে রেখে কোহেলিয়া নদীর দিক দিয়ে পালিয়ে যায়

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ইলেকট্রিক তারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা, যা পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো আনসার সদস্য হতাহত হননি।

উল্লেখ্য, সিপিজিসিবিএল আনসার গার্ড, মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজারে বর্তমানে মোট ১৮০ জন সদস্য দায়িত্ব পালন করছেন, যার মধ্যে
পিসি – ০২ জন, এপিসি – ০৩ জন এবং আনসার – ১৭৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 gazipurnews24bd.com